এবার রোগীর স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত
বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের হাতে রোগীর স্বজনরা লাঞ্ছিত হওয়ার পর এবার চিকিৎসায় অবহেলা করায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের এক চিকিৎসক রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সিনিয়র কনসালটেন্ট শেখ মো. মুনির উদ্দীনের চেম্বারে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ মায়ের চিকিৎসা করাতে বেলা সাড়ে ১১টার দিকে ছেলে রাকিব বহির্বিভাগের কনসালটেন্ট মো. মুনির উদ্দীনের কাছে যায়।
চিকিৎসক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। এই ঘটনায় অসন্তুষ্ট হয়ে ঘণ্টা খানেক পর কয়েকজন বন্ধু নিয়ে রাকিব চিকিৎসকে লাঞ্ছিত করে।
এ বিষয়ে আবাসিক চিকিৎসক শাখাওয়াৎ হোসেন জানান, কোন কারণ ছাড়াই বহিরাগতরা হাসপাতালে প্রবেশ করে এমন ঘটনা ঘটালে তা দায়িত্ব পালন হুমকির মধ্যে পড়ে যায়।
তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে জেনারেল হাসপাতালের চিকিৎসক ও বি এম এর মুন্সিগঞ্জ শাখা মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি ও জরুরি চিকিৎসা প্রদানে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চিকিৎসা সেবা বর্জনের ঘোষণা দেয়া হয়েছে।
এদিকে পুলিশ সূত্র জানিয়েছে, এই ঘটনায় রাকিবের সহযোগী মিঠুকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে অন্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ সূত্র।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস