ঝিনাইদহে ম্যাক্স কোলার সহযোগিতায় বৈশাখ
পুরনো সব গ্লানি ভুলে নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। উৎসবের অংশ হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়েছে। এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য `ম্যাক্স কোলা` কোমল পানীয়।
বৈশাখ উপলক্ষে মঙ্গলবার সকালে ঝিনাইদহের অঙ্কুর একাডেমি ও ঝিনাইদহ জেলা প্রশাসকের আয়োজনে পৃথক দু’টি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা দুটি স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যালয় থেকে বের হয়ে উজির আলী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে মিলিত হয়। পরে সেখান থেকে আবার শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে অঙ্কুর একাডেমি ঝিনাইদহের আয়োজনে পৌর শিশুপার্কে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পৌর মেয়র সাইদুর করিম মিন্টু।
এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য `ম্যাক্স কোলা` কোমল পানীয়। অপরদিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের আয়োজনে উজির আলি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুর করিম মিন্টু প্রমুখ।
এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রাণ-আরএফএল গ্রুপেরই পণ্য `চিয়ার আপ` এনার্জি ড্রিংক। উভয় অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জাগোনিউজ২৪.কম এবং জাগো রেডিও.নেট।
এমজেড/একে/আরআই