ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৫ মার্চ ২০১৭

ঠাকুরগাঁওয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হোসেন আলী ওরফে ছোটন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার হরিপুর উপজেলার রনহাট্রা চৌরঙ্গি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হোসেন আলী ওরফে ছোটন হরিপুর উপজেলার রনহাট্রা চৌরঙ্গি গ্রামের আমান উল্লাহ’র ছেলে।

ঠাকুরগাঁও ডিবি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান, বুধবার দুপুরে হরিপুর উপজেলার রনহাট্রা চৌরঙ্গি আব্দুল লতিফের চায়ের দোকানের সামনে থেকে ১ হাজার পিস ইয়াবাসহ হোসেন আলী ওরফে ছোটনকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, ঠাকুরগাঁও জেলায় প্রথম ১ হাজার পিস ইয়াবার চালানসহ ব্যবসায়ীকে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে।

ঠাকুরগাঁও জেলাকে মাদক মুক্ত করার লক্ষে ডিবি, ঠাকুরগাঁও কর্তৃক নিয়মিত মাদকদ্রব্য, চোরাচালান উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মো: রবিউল এহসান রিপন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।