নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৫ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

নওগাঁয় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।

মুরগির বাজারে অপরিষ্কার পরিবেশে মুরগি পরিষ্কার করায় আট হাজার টাকা, বাজার মূল্য তালিকা না টাঙানোর অপরাধে মেসার্স ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোরকে পাঁচ হাজার টাকা, ভাঙা ডিম বিক্রির অপরাধে দুই হাজার টাকা এবং বাশি ও গ্রিল কাবাব বিক্রির অপরাধে জিনাস কিচেন কাবাব অ্যান্ড বিরিয়ানি হাইজের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেড ছাড়া মোটরসাইকেল চালানো ও সিএনজি চালকের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আব্বাস আলী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।