বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত


প্রকাশিত: ১০:১৭ এএম, ১৫ এপ্রিল ২০১৫

বাগেরহাটে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে ক্রিকেটার খান মাহরুল ইসলাম রোচি (১৭) নিহত ও অপর এক ক্রিকেটারসহ দু’জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরতলীর পুলিশ লাইন সংলগ্ন খানকা শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চত্বরে ক্রিকেটার রোচির প্রথম নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার শোকার্ত মানুষ অংশ নেয়।

দুপুরে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে বাগেরহাট শহরের নাগেরবাজারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত ক্রিকেটার রোচি বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাগেহরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খান মনির হোসেন ছেলে।

রোচি বাগেরহাট জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দলের গত বছরের খেলোয়াড় ছিল। এ বছর সে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় দেয়। দুর্ঘটনায় অপর গুরুতর আহতদের মধ্যে রয়েছে বাগেরহাট জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দলের খেলোয়াড় জিয়াউর রহমান প্রিন্স (১৬) ও বাগেরহাট সরকারি পিসি কলেজের ১ম বর্ষের ছাত্র সরদার শাহরিয়ার নাজিম জয় (১৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ক্রিকেটার রোচি ও প্রিন্স তাদের অপর বন্ধু জয়কে নিয়ে একটি মোটরসাইকেল যোগে হযরত খানজাহানের (রহ:) মাজার এলাকা থেকে শহরে ফিরছিলো। পথে শহরতলীর বাগেরহাট-খুলনা মহাসড়কের পুলিশ লাইনের কাছে খানকা শরীফ এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হলে তারা গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করার পর ক্রিকেটার রোচিকে দ্রুত খুলনায় নেবার পথে সে মারা যায়।

গুরুতর আহত অপর ক্রিকেটার জিয়াউর রহমান প্রিন্স খুলনা পলিটেকনিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্র ও বাগেরহাট শহরের অ্যাডভোকেট মনোয়ার হোসেনের ছেলে।

অপর আহত সরদার শাহরিয়ার নাজিম জয় বাগেরহাট পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন ও ব্যাবসায়ী সরদার আবু সাইদের ছেলে। দু’জনকেই মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।