লালমনিরহাট আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ জয়


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৬ মার্চ ২০১৭

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির কার্য-নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি হল রুমে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

নির্বাচনে ১৫টি পদের জন্য আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচনে ১২২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এতে আওয়ামী সমর্থিত সফুরা-আকমল প্যানেলের অ্যাড. সফুরা বেগম রুমি সভাপতি ও অ্যাড. আকমল হোসেন সাধারণ সম্পাদকসহ সকল পদে আওয়ামী সর্মথিত প্যানেল জয়লাভ করে।

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শামছুল-নুরল প্যানেলের কেউ জয়লাভ করেনি।

নির্বাচিত হলেন, সভাপতি অ্যাড, সফুরা বেগম রুমী, সম্পাদক অ্যাড. আকমল হোসেন আহমেদ, সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অ্যাড. রফিকুল ইসলাম অপু, লাইব্রেরি সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. কানিজ ফেরদৌস আরা, সদস্য অ্যাড. আব্দুর রশিদ, এ্যাড.আছির হক, এ্যাড. ইয়াছমিন আরা, এ্যাড. খোরশেদ আলম, এ্যাড. ময়জুল ইসলাম, এ্যাড. রুহিদাস চন্দ্র রায়, অ্যাড. শফিকুল ইসলাম ও অ্যাড. হুমায়ুন কবির।

রবিউল হাসান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।