নিবন্ধন প্রদানে চাঁদপুরে জেলেদের নৌকা ও ইঞ্জিনের তালিকা


প্রকাশিত: ০৪:১৩ এএম, ১৭ মার্চ ২০১৭

এবার পদ্মা-মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার নৌকা ও ইঞ্জিনের তালিকা তৈরি করে নিবন্ধনের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি নির্দেশনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও জেলা জাটকা রক্ষা টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্তক্রমে চাঁদপুর জেলা মৎস্য অধিদফতর ইতোমধ্যে নদী এলাকার স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পত্র দিয়েছে।
 
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জাগো নিউজকে জানান, ওই সিদ্ধান্তের আলোকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরার নৌকা, নৌকায় ব্যবহৃত ইঞ্জিন, নৌকার মালিকের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ এবং মাছ ধরা নৌকাগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পত্র দেয়া হয়েছে। ইতোমধ্যে অনেকে তালিকা সংগ্রহ করে জমা দিয়েছে।

এই তথ্য সংগ্রহের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে নৌকার নম্বরপ্লেট সরবরাহ, নৌকায় হলুদ রং লাগানো এবং নৌকার রেজিস্ট্রেশন সম্পন্ন করার ব্যবস্থা নিতেও চেয়ারম্যানদের বলা হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন হলে চাঁদপুরে কী পরিমাণ নৌকা ও ইঞ্জিন ব্যবহার হচ্ছে তা এক নজরে জানা যাবে এবং সরকারের সকল কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

ইকরাম চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।