স্কুলছাত্রীকে গণধর্ষণের পর পরিবারকে অবরুদ্ধ


প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৭ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

মাদারীপুর কালকিনিতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার কালকিনি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে বাড়ির বাইরে টয়লেটে যওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা একই গ্রামের সত্তার শিকদারের ছেলে খোকা শিকদার (৩০), মো. শাহজাহানের ছেলে এলাহী (৩০), লালন (৩২) ও শওকত (২৮) গামছা দিয়ে মুখ বেঁধে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে কিছুদূরে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে মেয়েটিকে।
 
ঘটনার পরের দিন সোমবার সকালে ওই স্কুলছাত্রীকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে স্বজনরা। তাকে হাসপাতালে নেয়ার জন্য বাড়ি থেকে বের হলে ওই চার বখাটে পথরোধ করে তাদের বাড়ির বাইরে যেতে বাধা দেয়। দুইদিন ওই পরিবারের লোকজন বাড়িতেই আটকে থাকেন।

শেষমেষ মঙ্গলবার রাতের আঁধারে ধর্ষণের শিকার মেয়েটিকে নিয়ে তার ভাই পালিয়ে ঢাকাতে চলে আসে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

মেয়েটির ভাই জাগো নিউজকে জানান, আমরা এখনও আতঙ্কে আছি। দুই দিন পর্যন্ত সন্ত্রাসীরা আমাদের অবরুদ্ধে করে রাখে পরে পালিয়ে আমরা ঢাকা চলে আসি। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে। তবে আসামিরা প্রভাবশালী হওয়ায় এখনও আমার পরিবারের লোকদের হুমকি ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, আমরা মেয়েটির পরিবার থেকে অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

এ কে এম নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।