বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : বিএনপি কর্মী আটক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট করায় বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সরোয়ার হোসেন রনি (৩০)। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আব্দুস কুদ্দুস ডাকুয়ার ছেলে।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে নিজের ফেসবুক আইডিতে অশ্লীল মন্তব্য ও সরকার পতনে উস্কানিমূলক বিবৃতি পোস্ট করে রনি।
বিষয়টি নিশ্চিত হবার পর কচুয়া উপজেলার গজালিয়া বাজার থেকে বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
এ ঘটনায় স্থানীয় গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাওসার আলী বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক রনিকে কচুয়া আদালতে পাঠানো হয়েছে।
এমএএস/পিআর