জয়পুরহাটে নাশকতা মামলায় ছাত্রদল নেতা কারাগারে


প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৯ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

নাশকতার তিন মামলায় জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রধানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে জয়পুরহাট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক ইকবাল বাহার জামিন না মঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধের সময় ঢাকাগামী যাত্রাবাহী শ্যামলী পরিবহনে অগ্নিসংযোগ, জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে অনুষ্ঠিত ১৪ দলের শান্তি সমাবেশে বোমা হামলাসহ তিনটি নাশকতা মামলায় ছাত্রদল নেতা মাসুদ রানা দীর্ঘ দিন পলাতক ছিলেন।

রাশেদুজ্জামান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।