স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে সামনে রেখে এগিয়ে চলছে বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৮ সালের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। ২০১৯ সালের আগে নির্বাচন নয়। বর্তমান সরকারের অধীনে ও বর্তমান নির্বাচন কমিশন আওতায় নিবার্চন অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় নির্বাচন হবে না।
রোববার বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংলগ্ন প্রধান সড়কের সামনে আওয়ামী লীগ আয়োজিত ‘গণ-সংবধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এই দুইটি বর্ষকে সামনে রেখে এগিয়ে চলছে বাংলাদেশ।
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনকে ‘গণ-সংবর্ধনা’ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস প্রমুখ।
ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/পিআর