বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড


প্রকাশিত: ০৪:২৩ এএম, ২০ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

বাল্যবিয়ে করার অপরাধে মানিকগঞ্জের দৌলতপুরে মনির হোসেন নামে এক বরকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা এ রায় দেন।

দৌলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, উপজেলার সোনারকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে গেন্দু সেখের ছেলে মনির হোসেন (১৬) একই গ্রামের আনোয়ার হোসেনের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে আদালতে এফিডেভিডের মাধ্যমে বিয়ে করে বাড়িতে তোলে।

মেয়ের পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর মধ্যরাতে বরসহ মেয়েকে থানায় অানা হয়। এসময় বাড়ির অন্য সদস্যরা পালিয়ে যায়।

পরে সকালে বর মনিরকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে ১ মাসের কারাদণ্ড দেন বিচারক। মেয়েটিকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।