লালমনিরহাটে সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক


প্রকাশিত: ১১:১৮ এএম, ২০ মার্চ ২০১৭

লালমনিরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনু্ষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার মোঘলহাট সীমান্তের ৯২৭/৬-এস নং পিলারের কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ। বিএসএফের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১২৪ ব্যাটালিয়ন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক কমল ভাগাত।

বৈঠক শেষে বিজিবির লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সাংবাদিকদের জানান, মোগলহাট এলাকায় ধরলা নদীর বাংলাদেশ পার্শ্বে চলমান নদীর তীর সংরক্ষণের কাজ সীমান্তের ১৫০ গজের মধ্যে হওয়ায় বিএসএফ বাধা প্রদান করায় কাজটি সাময়িক বন্ধ রয়েছে।

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের নিকট ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের আহ্বান করা হয়। এরই প্রেক্ষিতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএসএফ প্রতিনিধি জানায় যে, বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং যথা শিগগিরই ওই কাজের ব্যাপারে আশ্বস্ত করবেন।

রবিউল হাসান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।