নওগাঁয় ডায়রিয়ার প্রকোপ


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২০ মার্চ ২০১৭

আবহাওয়া পরিবর্তনে নওগাঁয় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ফলে নওগাঁ সদর হাসপাতালে জায়গা সংকুলান না হওয়ায় বারন্দায় শিশুদের চিকিৎসা দিতে হচ্ছে।

শিশু ওয়ার্ডে প্রয়োজনের তুলনায় বেডের সংখ্যা কম হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা অভিভাবকদের।

এছাড়া হাসপাতালে ডায়রিয়া রোগের প্রয়োজনীয় ওষধও সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। হাসপাতালে প্রতিদিন ডাইরিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা যায়, শিশু ওয়ার্ডে ডাইরিয়া বেডের সংখ্যা ১০টি। গত ১৫-২০ মার্চ গড়ে প্রতিদিন ১৮ জন ডাইরিয়া রোগে আক্রান্ত শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। ডাইরিয়া, নিউমোনিয়া ও থেরাসেপিসহ জানুয়ারিতে ৫০০ জন, ফেব্রুয়ারিতে ৪৫০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

সদর উপজেলার নাগর কুসম্বী গ্রামের শিশু আব্দুর রহমানের মা রিভা জানান, হাসপাতালের বারান্দায় শনিবার থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। কিছু দিন থেকে আবহাওয়া ঠাণ্ডা ও গরম চলছিল।

এছাড়া মাঝে ২-৩ দিন বৃষ্টিও হয়েছে। ঠাণ্ডায় বাচ্চার পাতলা হওয়ায় ডায়রিয়া আক্রান্ত হয়েছে। ওয়ার্ডে বেডের সংখ্যা কম থাকায় বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

আবাসিক চিকিৎসক ডা. মুনির আলী আকন্দ বলেন, আবহাওয়া পরিবর্তনে শিশু ভাইরাস জনিত কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালে প্রয়োজনের তুলনায় রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওষধ সংকট দেখা দিয়েছে। প্রাথমিকভাবে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাতলা পায়খানা দেখা দিলে খাবার স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।