মাদারীপুরে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল


প্রকাশিত: ০২:০৬ পিএম, ২০ মার্চ ২০১৭

সীমানা জটিলতার কারণে বন্ধ থাকা মাদারীপুরের রাজৈর উপজেলার ৪টি ও কালকিনি উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। সকাল থেকে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম, বদরপাশা,খালিয়া ও হোসেনপুর এবং কালকিনি উপজেলার এনায়েতনগর ও নব-নির্মিত পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা নির্বাচন অফিসে তাদের কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল সোমবার। মনোনয়নপত্র বাচাই হবে আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) প্রত্যাহার ২৮ মার্চ ও ভোটগ্রহণের তারিখ আগামী ১৬ এপ্রিল।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।