বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ০৫:০৮ এএম, ২১ মার্চ ২০১৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে নুরুজ্জামান (২৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নুরুজ্জামান উপজেলার বুড়িমারী ইউনিয়নের পানিশালা গ্রামের হিটলার উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি জানায়, মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িমারী সীমান্তে ৮৪৩ নম্বর মেইন  পিলারের ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি একদল গরু পারাপারকারী গরু নিয়ে আসার পথে ভারতীয় ৬১ চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে নুরুজ্জামানকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

রবিউল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।