চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গানপাউডার উদ্ধার


প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৮ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে ৩ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাত ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় গানপাউডারগুলো উদ্ধার করা হয়। শনিবার সকালে উদ্ধারকৃত গানপাউডার শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, বিজিবির চৌকা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩ এস থেকে ৭০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কালিগঞ্জ এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ৩ কেজি গানপাউডার উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ৪৩ ব্যাটালিয়নের বিলভাতিয়া বিওপির বিজিবি সদস্যরা ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এসএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।