শরীয়তপুরে জাটকা বিক্রির দায়ে ৬ জনকে জরিমানা


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২২ মার্চ ২০১৭

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ, চন্ডিপুর, কেদারপুর, ঘড়িষাড় ও বাংলা বাজার থেকে জাটকা বিক্রির দায়ে ছয় জনকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ভোর ৫টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলার নড়িয়া উপজেলার চরমহন গ্রামের আব্দুল হাই মল্লিকের ছেলে বোরহান মল্লিক (২৫), পাচক গ্রামের বিধান দাসের ছেলে বিশ্বজিৎ দাস (২৫), সিরঙ্গল গ্রামের সাদেক বেপারীর ছেলে আফজাল বেপারী (২০), হালইষার গ্রামের আইয়ুব আলী সরকারের ছেলে আবু তালেব সরকার (৫৫), সদর উপজেলার গঙ্গানগর গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে জীবন দাস (৩৩) ও মাদারীপুর জেলার সিবচর ভদ্রাসন গ্রামের কার্তিক দাসের ছেলে শ্যামল দাস (২১)।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন বলেন, নড়িয়া উপজেলার বিভিন্ন বাজার থেকে জাটকা বিক্রির দায়ে ছয় জনকে আটক করে নড়িয়া উপজেলা মৎস্য অফিস। তাদের কাছ থেকে পাওয়া ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয়জনকে পাঁচ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় এবং পুলিশ ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

মো. ছগির হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।