জয়পুরহাটে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু
জয়পুরহাট সদর উপজেলার তাজপুর এলাকায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাসেল মিয়া (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সদর উপজেলা বড়তাজপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালের দিকে একটি ট্রাক্টর তাজপুর রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ট্রাক্টরের পেছনে থাকা শ্রমিক রাসেল মিয়া ধাক্কা খেয়ে ট্রাক্টরের নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাশেদুজ্জামান/আরএআর/পিআর