মানিকগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৩ মার্চ ২০১৭

মানিকগঞ্জে বাসচাপায় তরিকুল ইসলাম সোহাগ (৩৫) ও পানিতে ডুবে তিথীলা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান ও পৌরসভাধীন মানরায় এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মহসিন হোসেনের ছেলে। তিনি ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। এছাড়া তিথীলা মানিকগঞ্জ পৌরসভাধীন মানরা এলাকার আব্দুর রশিদের মেয়ে।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপপরির্দশক (এসআই) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তরিকুল ইসলাম তার খালাতো ভাই তৌফিকুর রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে যশোর যাচ্ছিলেন।

সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তরিকুল নিহত হন। এ ঘটনায় তৌফিকুর গুরুতর আহত হন। তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভাধীন মানরা এলাকায় তিথীলা নামে আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা যায়।

পরিবারের সদস্যরা জানান, খেলার সময় বাড়ির সবার অজান্তে পাশের ডোবায় পড়ে যায় শিশুটি। এরপর পানিতে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনরা।

বি.এম খোরশেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।