পরিচয় মিলেছে রেললাইনের ওপর ফেলে যাওয়া দুই তরুণের


প্রকাশিত: ১১:০৮ এএম, ২৩ মার্চ ২০১৭

নীলফামারীর মির্জাগঞ্জ রেলস্টেশনের এক কিলোমিটার উত্তরে রেললাইন থেকে উদ্ধার দুই তরুণের মরদেহের পরিচয় পাওয়া গেছে।

এদের বাড়ি ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামে। এরা হলেন ভ্যানচালক জামাল হোসেনের ছেলে মঈনদ্দিন ওরফে মাহিন (১৬) ও ব্যবসায়ী আব্দুস সোহবান আলীর ছেলে রাশেদুল ইসলাম ওরফে রসুল (১৩)।

মাহিন ঠাকুরগাঁও খালপাড়া হাফিজিয়া মাদরাসা এবং রসুল নিজ গ্রামের সিঙ্গিয়া উলুমত হাফিজিয়া মাদরাসার ছাত্র। বৃহস্পতিবার সকালে দুই তরুণের পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে।

মাহিনের বাবা ও রসুলের বাবা জানায়, তাদের সন্তান গত ২১ মার্চ দুপুরের পর নিখোঁজ হয়। গতকাল বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় খবর পায় নীলফামারীতে দুই তরুণের মরদেহ পাওয়া গেছে। ওই সূত্র ধরে তারা নীলফামারী এসে মরদেহ শনাক্ত করে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দুই তরুণের মরদেহ ময়নাতদন্ত করা হয়।

তদন্ত কর্মকর্তা সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানা পুলিশের এসআই ইমরান আলী জাগো নিউজকে বলেন, এই দুজন ট্রেনে কেটে নিহত হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সৈয়দপুর জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধারের সময় তাদের কাছে মোবাইল পাওয়া যায়। সেই মোবাইলের সূত্র ধরে রাতে বিভিন্ন নম্বরে ফোন দেয়া হয়। এতে বেরিয়ে আসে তাদের পরিচয়।

গতকাল বুধবার সকালে অজ্ঞাত এই দুই তরুণের মরদেহ উদ্ধার করে সৈয়দপুর জিআরপি থানা পুলিশ। হত্যার পর দুই তরুণকে রেললাইনের ওপর ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

জাহেদুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।