ভুটান থেকে কাটা পাথর আমদানি হচ্ছে


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটান থেকে কাটা পাথর আমদানি শুরু করেছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে শুল্কমুক্ত সুবিধায় ১১ লাখ মেট্রিকটন ভুটানি কাটা পাথর আমদানির কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার বিকেলে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানির প্রথম চালানের ২০ হাজার মেট্রিক টন কাটা পাথর প্রবেশ করেছে বাংলাদেশে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানি কূটনৈতিক কার্যালয়ের প্রথম বাণিজ্য সচিব (বাণিজ্য) ইয়োনটেন গেমথো, স্টেট ট্রেডিং কর্পোরেশন অব ভুটান লিমিটেডের রফতানি বিষয়ক কর্মকর্তা মি. ছ্যাঙ্গাই উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশি সরকারি পক্ষের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স লুম্বিনি ইন্টান্যাশনালের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম, অপর সদস্য রবিউল হক, সিঅ্যান্ডএফ এজেন্ট প্রদীপ ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আবু সাঈদ প্রমুখ।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স লুম্বিনি ইন্টান্যাশনালের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম জাগোনিউজকে বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এতে প্রচুর পাথরের প্রয়োজন হচ্ছে। তাই ভুটান থেকে পাথর আমদানির চুক্তি হয়েছে। সে মোতাবেক প্রথম ধাপে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১১ লাখ মেট্রিকটন কাটা পাথর আমদানির কার্যক্রম শুরু হয়েছে।’

এমজেড/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।