গজারিয়ার পেপার মিলে ফের আগুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় আফিল পেপার মিল কারখানায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ৮ ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণ আসলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আগুন লেগেছিল কারখানাটিতে। পরবর্তীতে বিকেল ৫টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনলেও হঠাৎ আরেকটি গোডাউনে আগুন জ্বলতে শুরু করে।
তবে বিকেল ৫টার দিকে গজারিয়া হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই হাসেম জানান, আগুন নিয়ন্ত্রণে ঢাকার ডেমরা, নারায়ণগঞ্জে বন্দর ও কুমিল্লার দাউদকান্দি ফায়ার সার্ভিসের প্রায় ১০টি ইউনিট কাজ করছে। ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। কিন্তু পরবর্তীতে আরেকটি গোডাউন থেকে ফের আগুন ছড়িয়ে পড়ে।
গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ঢাকার, নারায়ণগঞ্জ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট কাজ করছে। বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হচ্ছে না। গোডাউনের ভেতরে প্রচুর কাগজ থাকায় কিছুক্ষণ পরপরই দাউ দাউ করে আগুন জ্বলছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/আরআইপি