সিসি ক্যামেরার আওতায় মুন্সিগঞ্জের পাথরঘাটা গ্রাম


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৬ মার্চ ২০১৭

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামকে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে।

রোববার বিকেল ৫টায় পাথরঘাটা উদয়ন পাঠাগারের উদ্যোগ ও গ্রামবাসী সহযোগীতা ৩২টি আধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা মাধ্যমে গ্রামকে নজরদারিতে রাখা হবে।

উদ্যোক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের এই ছোট প্রয়াস। সিসি ক্যামেরার আওতায় আনা মুন্সিগঞ্জ জেলার এটাই প্রথম গ্রাম। এ রূপ উদ্যোগ জেলার সর্বত্র ছড়িয়ে পড়বে এটাই আমাদের বিশ্বাস।

শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক সামসুল আলম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান থানা পুলিশের ওসি ইয়ারদৌস হাসান। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আলাউদ্দিন ভুইয়া বাবুল, পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লুৎফুন নাহার, বাসাইল ইউপি সদস্য মাহবুব রহমান, উদয়ন পাঠাগার সভাপতি মাহমুদুর কবীর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটু প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।