শরীয়তপুরে ট্রাকচাপায় পথচারী নিহত


প্রকাশিত: ০৫:০৮ এএম, ২৮ মার্চ ২০১৭

শরীয়তপুর সদর পৌরসভার (শরীয়তপুর-ঢাকা মহাসড়ক) ঋষিপাড়া বর্তমান রূপনগর এলাকায় ট্রাকচাপায় ফজলুল হক সরদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফজলুল হক সরদার শরীয়তপুর সদর পৌরসভার ঋষিপাড়া বর্তমান রূপনগর এলাকার মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে।

আহতরা হলেন, ট্রাকচালক যশোর নোয়াপাড়া এলাকার মকবুল বিশ্বাসের ছেলে মুন্না বিশ্বাস (২৫) ও ট্রাকের হেলাপার একই জেলার আলীপুর এলাকার বিল্লাল খানের ছেলে বাবু খান (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নামাজ পড়তে মসজিতে যাচ্ছিলেন ফজলুল হক সরদার। যশোর নোয়াপাড়া এলাকা থেকে চালভর্তি একটি ট্রাক শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজার মা মনি স্টোরে যাচ্ছিল। ঋষিপাড়া বর্তমান রূপনগর এলাকায় আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টাইলসের দোকানে ঢুকে যায়। এসময় পথচারী ফজলুল হক ট্রাকচাপায় নিহত হন।

আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ছগির হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।