মাদারীপুরে তিন দিনব্যাপী নাট্যমেলা


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৮ মার্চ ২০১৭

মাদারীপুরের শিবচরে তিন দিনব্যাপী চলছে দ্বিতীয় বারের মতো নাট্যমেলা। শিবচর থিয়েটারের উদ্যোগে নাট্যমেলার দ্বিতীয় দিনে দুটি নাটক মঞ্চস্থ হয়।

এর মধ্যে সাধনা আহম্মেদের রচনায় ও ড. ইউসুফ হাসানের নির্দেশনা নাটক ‘মাতব্রিং’ এবং আনন জামানের রচনায় ও ড. ইউসুফ জামানের নির্দেশনায় নাটক ‘নীলাক্ষ্যান’ এই দুটি নাটক মঞ্চস্থ হয়। প্রথম নাটকটি অর্ক বিবর্তন যশোর ও দ্বিতীয় নাটকটি ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় পরিবেশিত হয়। নাটক দেখতে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ ভিড় জমান শিবচর উপজেলা চত্বরে।

সোমবার দুপুরে এই তিনদিনের নাট্যমেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সোমবারের শুরু হওয়া এই নাট্যমেলা চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।

শিবচর থিয়েটারের সাধারণ সম্পাদক একেএম রেজাউল (তুহিন রেজা) জানান, শিবচরের শিল্পসংস্কৃতিকে আরও প্রাণবন্ত করার লক্ষে এ নাট্যমেলার আয়োজন করা হয়েছে এবং আরও দুদিন চলবে।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।