শিক্ষক বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৩:১০ পিএম, ২০ এপ্রিল ২০১৫

সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের একজন শিক্ষকের বদলি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। পরে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহর আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

সোমবার দুপুরে হাসননগর সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, ওই স্কুলের দিবা শাখায় মোট দুইজন গণিতের শিক্ষক রয়েছেন। তার মধ্যে আমিনুল ইসলামকে বদলী করা হয়। কিন্তু তার পরিবর্তে কোন শিক্ষক দেয়া হয়নি। তাই তারা ওই শিক্ষকের বদলি বাতিলের জন্য সড়কে নেমে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দশম শ্রেণীর শিক্ষার্থী নাযরা তান নাঈম সালওয়া, সাদিয়া আক্তার খান, ইসরাত জাহান মীম, রওশন আরা, নন্দিনী কর্মকার প্রাচী প্রমুখ।

পরে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে তাদের দাবি পূরণের আশ্বাস দেন। সেই সঙ্গে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন বদলিকৃত শিক্ষকের বদলি বাতিল করে পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়া এবং প্রতিষ্ঠানের শূণ্য পদসমূহে শিক্ষক নিয়োগের জন্য তাৎক্ষণিক ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার কথা হয়েছে।

তিনি আরো জানান, সিলেট শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণে তাকে আশ্বস্ত করেছেন। এ আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংসদ সদস্য পীর মিসবাহর তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তার প্রতি সন্তোষ প্রকাশ করেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।