শিক্ষকের বেত্রাঘাতে প্রতিবন্ধী ছাত্র হাসপাতালে


প্রকাশিত: ১১:১৬ এএম, ২৯ মার্চ ২০১৭

ক্লাসে দুষ্টুমি করার অপরাধে মাদারীপুরের কালকিনিতে মুরাদ হোসেন (১২) নামের এক প্রতিবন্ধী ছাত্রকে পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছেন প্রধান শিক্ষক।

আহত ওই ছাত্র রমজানপুর মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। বুধবার সকালে এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে।

এলাকা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের রহমাত উল্লাহর স্কুলপড়ুয়া প্রতিবন্ধী ছেলে মুরাদ হোসেন ক্লাস রুমে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করে।

এ নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলামীন হাওলাদারের সহযোগিতায় প্রধান শিক্ষক সাইদুর রহমান ছায়েদ শিক্ষার্থী মুরাদ হোসেনকে জোড়া বেত দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

খবর পেয়ে ছাত্রের মা রুমা বেগম তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহতাবস্থায় যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে ওই ছাত্র।

এ ব্যাপারে শিক্ষার্থীর মা রুমা বেগম বলেন, আমার ছেলেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পিটিয়ে জখম করেছে। এ বিষয়ে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ দিয়েছি। এ নির্যাতনের বিচার চাই আমরা।

অভিযুক্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, মুরাদ ক্লাসে মেয়েদের নিয়ে দুষ্টুমি করায় তাকে পিটিয়েছি।

এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।