কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৯ মার্চ ২০১৭

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত ওই স্কুলশিক্ষকের নাম সুশীল কুমার মণ্ডল (৪৫)। বুধবার বিকেলে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে উল্টে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক সুশীল নিহত হন।

পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে। নিহত সুশীল মিরপুর কচুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।