শরীয়তপুরে আইনজীবী সমিতির শপথগ্রহণ


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ৩০ মার্চ ২০১৭

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ১০টায় শরীয়তপুর আইনজীবী সমিতির হল রুমে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত কার্যনির্বাহী সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

অ্যাডভোকেট রাশেদুল হোসেন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মিজানুর রহমান, জিপি অ্যাভোকেট মো. আলমগীর মুন্সী, অ্যাডভোকেট বজলুর রশিদ আখন্দ, অ্যাডভোকেট আবু সাঈদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলামসহ অন্যান্য আইনজীবীগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিপি মীর্জা হযরত আলী।

এসময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরিয়ম মুনজুরি, অ্যাডভোকেট আব্দুল জাব্বার মিয়া, অ্যাডভোকেট আলী আহম্মদ খান, আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (গেরিলা আজাদ) ও অ্যাডভোকেট মুরাদ মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।

ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।