নড়াইলে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত


প্রকাশিত: ০১:৫০ পিএম, ৩০ মার্চ ২০১৭

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গায় ঘোড়াদৌঁড়ের মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা মুন্না শেখ (৩৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুই শিশুসহ মেলায় আগত চারজন আহত হয়েছেন। তারা হলেন, নোয়াগ্রামের আয়ুব শেখের ছেলে সাইফুল শেখ (২১), কালিয়া পৌর এলাকার রামনগরের খলিল শেখের ছেলে সোহেল শেখ (২৮), নড়াগাতি থানার কলাবাড়িয়া রওশন (৬) ও লোহাগড়ার মিলন (৯) আহত হন।

নিহত মুন্না কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের কাসেম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়ার হাড়িডাঙ্গায় ঘোড়াদৌঁড়ের মেলায় গ্যাসের সাহায্যে বেলুন ফোলানোর সময় হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এ ঘটনায় বেলুন বিক্রেতা মুন্না শেখসহ ৫ জন গুরুতর আহত হয়। তাদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে খুলনায় নেয়ার পথিমধ্যে বেলুন বিক্রেতা মুন্না মারা যান।

কালিয়া থানার এসআই শিমুল কুমার দাশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।