ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:০৫ এএম, ৩১ মার্চ ২০১৭

মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুবক মো. বাবুর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি রাজধানীর জুরাইন এলাকায়।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পৌরসভার রিকাবীকাজার এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

এর আগে দুপুর ১টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে ট্রলারে উঠে লাফালাফি শুরু করে কয়েকজন যাত্রী। এক পর্যায়ে ট্রলারটি ডুবে একজন নিখোঁজ হয়। এছাড়া ঘটনায় গুরুতর আহত মো. শাকিলকে (৪০) উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শংঙ্কামুক্ত।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মন্টু বিশ্বাব জানান, ঢাকা থেকে পশ্চিম মীরকাদিম এলাকায় এক বিয়ে বাড়িতে বেড়াতে আসে বাবুসহ আরও কয়েকজন। দুপুরে তারা ৮ জন গোসল করা জন্য ট্রলার যোগে ধলেশ্বরী নদীতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সাতজন সাতঁরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু বাবু নিখোঁজ রয়ে যায়।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।