জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপি চেয়ারপারাসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে শহরের জাহেদা সফির মহিলা কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা লিয়াকত আলী, শহিদুল হক খান দুলাল, লোকমান আহম্মেদ লোটন, রুহুল আমিন মিলন, গোলাম রব্বানী, মাইন উদ্দিন বাবুল, সজীব খান, আব্দুস সোবহান প্রমূখ।
এসএস/বিএ/আরআইপি