ট্রলার ডুবিতে ৭ জনের মৃত্যুতে ডামুড্যায় শোকের মাতম


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০১ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনায় ট্রলার ডুবিতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ছয়হিস্যা ও চরমালগাঁও হাওলাদারকান্দি গ্রামের দুই পরিবারের সাতজনের মৃত্যুতে ওই এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে এ দুর্ঘটনার পর শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের মৃত শহর আলী মালের স্ত্রী জয়গুন্নেছা (৬৫), মেয়ে রানু আক্তার (৩২), শান্তা আক্তার (৩৪) ও ভানু বেগম (৪০) এবং চরমালগাঁও হাওলাদারকান্দি গ্রামের আবেদালী হাওলাদারের ছেলে আব্দুস সাত্তার হাওলাদার (৪০), স্ত্রী শিল্পি বেগম (৩৫) ও মেয়ে লামিয়া (৯)।

এছাড়া, ধানকাঠি ইউনিয়নের বালা কান্দি গ্রামের বাবুল সরদার নিখোঁজ রয়েছেন। নিহতদের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তারা রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর রামপুরা থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুরের বেলতলিতে সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। সন্ধ্যায় সোনারগাঁয়ে চর কিশোরগঞ্জ এলাকাতে মেঘনায় অতিরিক্ত ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি ডুবে ঘটনাস্থলে তিনজন মারা যায়। তারা ঢাকার রায়পুরাসহ বিভিন্ন এলাকার বসিন্দা। এ ঘটনায় মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, মর্মান্তিক নৌ-দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার থেকে সহায়তা চাওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

ছগির হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।