পাঁচবিবিতে ১০ পরিবারের ঘরবাড়ি ভস্মীভূত


প্রকাশিত: ০২:১২ এএম, ০২ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালবন গুচ্ছগ্রামে আগুনে পুড়ে ১০টি পবিবারের ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় জসিমউদ্দিন (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আহত জসিমউদ্দিন ওই গুচ্ছগ্রামের মৃত চান মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে জসিমউদ্দিন মোমবাতি জ্বালানোর পর অসাবধানতাবশত নিজ ঘরে আগুন লেগে যায়। পরবর্তীতে আগুন পাশের অন্য ঘরগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাঁচবিবি ফায়ার স্টেশনের অফিসার তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে ১০ পরিবারের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায় এবং এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

রাশেদুজ্জামান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।