চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৩ এপ্রিল ২০১৭

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে জেলার আলমডাঙ্গা উপজেলার মনোকষা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার আমলা গ্রামের মৃত সাধু মন্ডলের ছেলে লুৎফর রহমান ও একই উপজেলার মুসাইননগর গ্রামের রেজাউল করিমের ছেলে নাজিম উদ্দীন।

পুলিশ জানায়, গ্রেফতার দুজন চরমপন্থী সংগঠনের সদস্য। সোমবার সকালে একটি সিএনজিযোগে তারা কুষ্টিয়া থেকে আলমডাঙ্গায় আসার পথে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। পরে সিএনজি তল্লাশি করে সিটের নিচে লুকিয়ে রাখা একটি সাটারগান উদ্ধার করা হয়।

দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, চুয়াডাঙ্গাতে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর জন্যই চরমপন্থী দলের ওই দুই ক্যাডার কুষ্টিয়া থেকে আলমডাঙ্গায় আসছিল। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সালাউদ্দিন কাজল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।