জামালপুরে কালবৈশাখী ঝড় : নিহত ১


প্রকাশিত: ১২:২১ পিএম, ২২ এপ্রিল ২০১৫

জামালপুরের সাত উপজেলার উপর দিয়ে মঙ্গলবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে প্রায় দেড় সহস্রাধিক কাঁচাপাকা ঘর-বাড়ি বিধ্বস্তসহ গাছপালা এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া বকশীগঞ্জ উপজেলায় ঘরের নিচে চাপা পড়ে নিঝুম আক্তার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত নিঝুম আক্তার বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকার মোকছেদ আলীর মেয়ে।

মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে জামালপুর সদর উপজেলা ছাড়াও মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বাতাসের ধাক্কায় এবং গাছ ভেঙে পড়ে প্রায় দেড় সহস্রাধিক কাঁচাপাকা ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়াও ঝড় ও শিলা বৃষ্টিতে গাছপালা এবং কাঁচাপাকা ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন জানান, মঙ্গলবার রাতে বকশীগঞ্জের সাধুরপাড়া, মেরুরচর, বগারচর, নিলাখিয়া, কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নের উপর দিয়ে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক কাঁচা ঘর-বাড়ি ভেঙে যায়। সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে বিদ্যুতের প্রায় অর্ধশতাধিক খুঁটি ভেঙে গেছে। বকশীগঞ্জ-সারমারা এবং বকশীগঞ্জ-নিলাখিয়া মহাসড়কে গাছ পড়ে বুধবার সকাল ১০টা পর্যন্ত যোগাযোগ বন্ধ থাকে। প্রবল বাতাস আর শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পৌর এলাকার পাখিমারায় ঝড়ের তাণ্ডবে বসতঘরের নিচে চাপা পড়ে নিঝুম আক্তার নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করে নিহত নিঝুমের পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ৬ হাজার টাকার চেক এবং দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করেছেন।

এসএস/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।