হরিণের মাংস বহনের দায়ে বৃদ্ধকে দুই মাসের কারাদণ্ড


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০১৫

বাগেরহাটের মংলা উপজেলায় হরিণের মাংস বহনের দায়ে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ নাজমুল হক বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে এ দণ্ড দেন।

দণ্ডিত নিখিল চন্দ্র (৬৫) উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বৈরাগীখালী গ্রামের প্রয়াত শশোধর চন্দ্রের ছেলে। দুপুরে মংলার দিগরাজ বাজার থেকে হরিণের দশ কেজি মাংসসহ নিখিলকে আটক করে কোস্টগার্ড।

মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট রাহাতুজ্জামান বলেন, দিগরাজ বাজারে সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা হরিণের মাংস বিক্রি হচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় পাঁচটি পলিথিনে দুই কেজি করে মোট দশ কেজি হরিণের মাংসসহ নিখিলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় তাকে। সাজা ঘোষণার পর নিখিলকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।