নীলফামারীতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ


প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

নীলফামারীর কিশোরগঞ্জে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা দিঘিরপাড় গ্রামের একটি লিচু বাগানে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বুধবার ওই তরুণীকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় চাঁদখানা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিজুল ইসলাম ওরফে কালা (৩৫) ও একই এলাকার নুরুল আমিনের ছেলে রশিদুল ইসলামের (৩০) বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী।

গণধর্ষণের শিকার তরুণী জানান, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাহাদপুরে। তিনি ঢাকার মিরপুরে অবস্থিত শিশু পল্লীতে থাকাকালীন তার সঙ্গে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা দিঘিরপাড় গ্রামের আমজাদ হোসেন (৬৫) ও তার দুই মেয়ে লাভলী ও মিনার পরিচয় হয়। সেই সুবাদে তিনি গত তিন মাস আগে এখানে একবার বেড়াতে এসে সপ্তাহখানিক থেকে ফিরে যান। চলে যাওয়ার সময় ভুল করে তিনি তার কিছু জামা-কাপড় এখানে রেখে যান।

ওই জামা কাপড় নিতে তিনি মঙ্গলবার সকালে তাদের ওই বাড়িতে আসেন। জামা-কাপড় নিয়ে ওই দিন বিকেলে রংপুরে তার আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছিলেন। পথে তাকে আজিজুল ইসলাম ও রশিদুল ইসলামে আটক করে এলাকার একটি লিচু বাগানে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে আটকে রাখে এবং রাতে তারা দুইজন তাকে একাধিকাবার ধর্ষণ করে।

চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান জানান, সকাল থেকে তার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আজিজুল ইসলাম কালা ইউনিয়ন পরিষদে এসে হাজিরা দেয়নি। এমনকি তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাওছুল আযম জাগো নিউজকে জানান মেয়েটির চিকিৎসা করতে গিয়ে গণধর্ষণের আলামত পাওয়া যাওয়ায় তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়েছে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মফিজুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ফোর্সসহ হাসপাতালে গিয়ে মেয়েটিকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। মেয়েকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই তরুণী দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জাহেদুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।