পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
নীলফামারীর ডিমলায় এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলের ধাক্কায় হানিফ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিস্তা নদীর সেচ ক্যানেলের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ খালিশা চাপানি ইউনিয়নের হাজিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থানা পুলিশের এএসআই জহুরুল ইসলাম দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ডালিয়া থেকে ডিমলা যাওয়ার পথে বিকেলে খালিশা চাপানি ইউনিয়নের বাঘেরপুল নামক স্থানে শিশু হানিফকে চাপা দেয়। এ সময় এলাকাবাসী দ্রুত হানিফকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রংপুর নেয়ার পথে সন্ধ্যা ৭টায় হানিফ মারা যায়।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মফিজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ নিয়ে নিহত শিশুর বাবা নুর ইসলাম, নাউতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা হয়েছে।
খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, দুর্ঘটনার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি নিহত শিশুর পরিবারকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
জাহিদুল ইসলাম/আরএআর/পিআর