বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি পিকআপভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলেই গোপালগঞ্জ থেকে মাছ বিক্রি করে ফকিরহাট ফিরছিলেন।
নিহতদের মধ্যে রয়েছেন ফকিরহাট উপজেলার দোহাজারি গ্রামের ফটিক দাসের দুই ছেলে নিল কমল দাস (৪৫) ও বলরাম দাস (৩৫) এবং তাদের পরিবারের সদস্য শ্যাম দাস (৩২), পালু দাস (৪৭)। নিহত পিকআপ চালকের নাম জানা যায়নি তবে তার বাড়ি খুলনা জেলার রুপসা এলাকায় বলে পুলিশ জানায়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী যাত্রবাহী বিআরটিসির পরিবহন টুংগীপাড়া এক্সপ্রেস খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল।
পথে ফলতিতা এলাকায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকসহ একই পরিবারের চার সদস্য নিহত হন।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালাচ্ছে।
বিএ/এমজেড/এমএস