দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৭

আগামী আন্দোলনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশ নেত্রী খালেদা জিয়ার হাতকে ঐক্যবদ্ধ করার জন্য আন্দোলনের বিকল্প নেই।

শুক্রবার রাত ৯টায় ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশে খুন-গুম-অপহরণ চলছে। এই খুন-গুমে সরকার দলীয় লোকজন জড়িত। দুর্নীতিপরায়ণ, স্বেচ্ছাচারী ও পুলিশ নির্ভর সরকার ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নেতাকর্মীদের বিনা বিচারে আটক, গ্রেফতারের পর বিভিন্ন মামলা, রিমান্ডের নামে নির্যাতন, তল্লাশির নামে বাড়ি-ঘর ভাঙচুর অব্যাহত রেখেছে।

এসময় আরও বক্তব্য রাখেন, আইনজীবী আব্দুল হালিম, সারোয়ার হোসেন, এন্তাজুল হক এন্তা প্রমুখ।

এর আগে বিকেলে তিনি আকাশ পথে ঠাকুরগাঁওয়ে পৌঁছান।

রবিউল এহসান রিপন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।