পুলিশ সুপারের নির্দেশ উপেক্ষিত!


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৯ এপ্রিল ২০১৭

যোগদানের দ্বিতীয় দিনের মাথায় সুনামগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ট্রাক-ট্রাক্টর-লরিসহ মালবাহী ভারি যান প্রবেশে মাইকিং করে নিষেধাজ্ঞা জারি করেন জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান। ‘শহরে যানজট নিরসনে পুলিশ সুপারের উদ্যোগ’ এমন সংবাদ স্থানীয় একাধিক দৈনিকে ফলাও করে প্রচারও করা হয়। কিন্তু ঘোষণার মাত্র তিন দিনের ব্যবধানে রোববার সকালে জেলা শহরের কাজিরপয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে অবাধে যাতায়াত করছে এসব ভারি যান।

‘পুলিশ সুপারের নির্দেশ অগ্রাহ্য’ উল্লেখ করে স্থানীয় সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান তার ফেসবুকের টাইমলাইনে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করে দিনে দুপুরে দিব্যি চলাচল করছে ট্রাক, ট্রাক্টর। ছবিটি রোববার বেলা পৌনে ১১টায় কাজির পয়েন্ট থেকে তোলা। নিষেধাজ্ঞা বিষয়ে ওই চালকের কাছে জানতে চাইলে ‘সব ম্যানেজ করেই রাস্তায় এসেছি সাংবাদিক সাব’ এমন উত্তর চালকের।’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বরকতুল্লাহ খানের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জাগো নিউজকে বলেন, জেলা শহরে যানজট নিরসনে যা যা করা দরকার তাই করা হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

রাজু আহমেদ রমজান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।