পদ্মাসেতু এলাকা পরিদর্শন করলেন মক্কা-মদিনার ইমাম


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৯ এপ্রিল ২০১৭

নৌমন্ত্রী শাজাহান খান ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের আহ্বানে পদ্মাসেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন মক্কার সিনিয়র ইমাম শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম ও মদিনার ইমাম ড. আবদুল মহসিন বিন কাসেম।

রোববার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে শিমুলিয়া ঘাট থেকে বিআইডব্লিউটিসি’র জাহাজ মধুমতি চরে পদ্মাসেতু এলাকা ঘুরে বেড়ান। এসময় নৌমন্ত্রী, ধর্মমন্ত্রীসহ সেতু প্রকল্পের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভ্রমণের পাশাপাশি জাহাজটিতে বিদেশি অতিথিদের উদ্দেশ্যে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন। অনুষ্ঠানে দেশের সেরা ইসলামি সঙ্গীত শিল্পীরা হামদ-নাত পরিবেশন করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।