মুন্সীগঞ্জে লোহার তৈরি গার্মেন্টস দেবে গেছে


প্রকাশিত: ১০:২১ এএম, ২৫ এপ্রিল ২০১৫

ভূমিকম্পে মুন্সীগঞ্জে লোহার তৈরি তিনতলা একটি গার্মেন্টসের একাংশ সামান্য দেবে গেছে। শনিবার দুপুরে মুক্তারপুর-পঞ্চবটি সড়কের চর সৈয়পুর এলাকার এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বর্ণালি ফেব্রিক্স লি. নামের ৩ তলা ভবনটি সম্পূর্ণ লোহার তৈরি। ভবন দেবে যাওয়ার ফলে শ্রমিকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছ। ভূমিকম্পের সময় সবাই ভবন থেকে বের হয়ে বাইরে অবস্থান নেয়।

বর্ণালি ফেব্রিক্সের মালিক ইঞ্জিনিয়ার এম এ রশীদ বলেন, জাপানের লেটেস্ট প্রযুক্তি দিয়ে এ ভবন তৈরি করা হয়েছ বেশী মাত্রায় ভূমিকম্প হলে এটা কম্পনের সৃষ্টি হবে, সহজে ভাঙবেনা।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।