রাস্তা পার হতে গিয়ে স্কুল ছাত্র নিহত
বাগেরহাট শহরতলীর সুন্দরঘোনা এলাকায় স্কুলে যাবার পথে রাস্তা পার হতে গিয়ে ইজিবাইক চাপায় রিয়াদ শেখ (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। শনিবার দুপুরে রূপসা-বাগেরহাট সড়কের খানজাহান আলীর মাজার সংলগ্ন সুন্দরঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র ষাটগুম্বজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের মাসুদ শেখের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, শনিবার বেলা সোয়া ১২টার দিকে সুন্দরঘোনা স্কুলে যাবার পথে রিয়াদ রাস্তা পার হচ্ছিল। এসময়ে রূপসা-বাগেরহাট সড়কে দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে চাপা দিলে সে রাস্তার পাশের খাঁদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন স্কুল ছাত্র রিয়াদকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ইজিবাইক চালক পালিয়ে যান। পুলিশ ইজিবাইকটি আটক করেছে।
এমজেড/আরআই