ঠাকুরগাঁও মার্কেটে আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১০ এপ্রিল ২০১৭

ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ক্রোকারিজ মার্কেটে (উপহার সামগ্রী) লাবনী অ্যালুমিনিয়াম নামে একটি দোকানের গুদামে শর্ট সার্কিটে কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে। প্রায় দুই ঘণ্টা ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের লাবনী অ্যালুমিনিয়াম নামের একটি দোকানের পেছনের গুদাম থেকে স্থানীয়রা আগুনের ধোঁয়া দেখতে পায়।

প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টায় ব্যর্থ হলে আগুন আশে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দীর্ঘচেষ্টার পরে ব্যর্থ হয়ে পরবর্তীতে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, শর্ট-সার্কিটের কারণে অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মো. রবিউল এহসান রিপন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।