মাগুরায় ৪ যুদ্ধাপরাধীর নামে মামলা


প্রকাশিত: ১০:১১ এএম, ১১ এপ্রিল ২০১৭

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শালিখা উপজেলার সীমাখালিতে রজব আলী হত্যার ঘটনায় ৪ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মাগুরায় মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য যুদ্ধাপরাধ বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছন আদালত। মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সমর জোয়ারদার জাগো নিউজকে বলেন, ১৯৭১ সালের ১৫ আগস্ট সীমাখালি গ্রামে রাজাকার আমজাদ মোল্যা, কেরামত মোল্য, ওহাব ও ফসিয়ার মোল্যা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অপরাধে রজব আলী বিশ্বাসকে বাড়ি থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের ইফাজ মোল্যার আম বাগানে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

এ ঘটনায় রজব আলীর ছেলে খোকন বিশ্বাস বাদী হয়ে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ গত বৃহস্পতিবার (০৬ এপ্রিল) এ মামলা করেন।

বাদীপক্ষের শুনানি শেষে মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নিদের্শ দেন।

মো. আরাফাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।