ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুর দাবিতে মন্ত্রীর পথরোধ
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুর দাবিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের গাড়িবহর পথরোধ করেছে জেলার নাগরিক সমাজ। এ সময় বিমানবন্দর চালুর দাবি জানান তারা।
মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ থেকে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের গাড়ি বহরটি পীরগঞ্জ উপজেলায় রওনা হলে শহরের চৌরাস্তায় পথরোধ করা হয়।
এ সময় মন্ত্রী গাড়ি থেকে নেমে এসে বিমানবন্দর চালুর বিষয়ে আশস্ত করলে পথরোধ তুলে নেন নাগরিক সমাজ। পথরোধে একাত্মতা প্রকাশ করেন ঠাকুরগাঁওয়ের নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, লেখক, শিক্ষক ও সংবাদকর্মীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় সদর উপজেলার শীবগঞ্জ বিমানবন্দর পরিদর্শনকালে সরকারের এককভাবে বিশাল অর্থের বিনিময়ে বিমানবন্দরটি পুনরায় চালু করা সম্ভব না বলে জানিয়েছেন মন্ত্রী। এরই প্রতিবাদে আন্দোলন ও পথরোধ করেন নাগরিক সমাজ। এ নিয়ে দুবার প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী।
জানা যায়, স্বাধীনতার পর ১৯৭৭ সাল পর্যন্ত রাজধানী ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ ছিল। সে সময় ঢাকা-ঠাকুরগাঁও রুটে নিয়মিত বিমান সার্ভিস চালু ছিল।
তখন থেকেই ঠাকুরগাঁও বিমানবন্দরটি উত্তরের প্রত্যন্ত অঞ্চলের জনপদ সমূহের সাথে ঢাকার বিমান যোগাযোগের একমাত্র অবলম্বন হয়ে পড়ে। ১৯৮০ সালে লোকসানের অজুহাতে এই বিমান বন্দরটিকে বন্ধ করে দেয়া হয়।
মো. রবিউল এহসান রিপন/এএম/জেআইএম