মাগুরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১


প্রকাশিত: ০৩:০৯ এএম, ১২ এপ্রিল ২০১৭

মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা ভাঙাব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় বাসের অন্তত ১৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানায়, বুধবার সকালে ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস ইছাখাদা ভাঙাব্রিজ এলাকায় এক পথচারীকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের অন্তত ১৩ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

আরাফাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।